Template:Appeal/Susan/bn

Revision as of 13:42, 28 November 2011 by Jsoby (talk | contribs) (1 revision: importing ready appeals)

গুগলের দশ লক্ষের কাছাকাছি সার্ভার থাকতে পারে। ইয়াহুর ১৩০০০ জন কর্মচারি আছে। আমাদের ৪০০টি সার্ভার ও ৭৩টি জন কর্মচারি আছে।

উইকিপিডিয়া ওয়েবের ৫ম সাইট এবং ৪৫৪ মিলিয়ন মানুষকে প্রতি মাসে সেবা দিচ্ছে - এর সবই সম্ভব হচ্ছে পাঠকদের অনুদানের মাধ্যমে৷

আপনি যদি উইকিপিডিয়া ব্যবহার করেন তবে বুঝতে পারবেন এটি একটি অসাধারণ অভিজ্ঞতা, যেখানে আপনি সব তথ্য পাচ্ছেন কোন বিনিময়মূল্য ছাড়াই, কোন বিজ্ঞাপন পড়তে হচ্ছেনা, কোন কিছু আশেপাশে ফ্লাশ করছেনা এবং এমন আরও কতো কি৷ এটি একটি নিখাঁদ অভিজ্ঞতা৷

আমি মনেকরি, যেসব মানুষ এর থেকে অনেক উপকৃত হন এবং যাদের সামর্থ্য আছে, তারা যদি জানতেন দরকারটা আসলে কি – তাহলে হয়তো তারা সামান্য হলেও অনুদান দেয়াটাকে নৈতিক দায়িত্ব বলে মনে করতেন৷

আজকে সামান্য কিছু অনুদান দিলে কেমন হয়? অথবা ৫ বা ২০?

উইকিপিডিয়ার বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে আমার মত কিছু ক্ষেপা মানুষ যারা উদ্ভট জিনিষ (যেমন শামুক) ভালবাসে তারা একসাথে হই এবং আমাদের আবেগ পৃথিবীর সাথে ভাগাভাগি করি৷ এটাই উইকিপিডিয়াকে যাদুকরী করে তুলেছে – সেখানে আমাদের মধ্যে এক সুপ্ত আলো থাকে যার উৎস অন্যকে শিক্ষিত করে তোলা এবং অন্যের সাথে জ্ঞান ভাগাভাগি করার বাসনা৷

জ্ঞানের এই বাগানটির বৃদ্ধি ধরে রাখতে অনুগ্রহ আজই দান করুন৷

ধন্যবাদ,

সুসান হেউইট
উইকিপিডিয়া লেখক