Template:Appeal/default/bn
গুগলের দশ লক্ষের কাছাকাছি সার্ভার থাকতে পারে। ইয়াহুর ১৩০০০ জন কর্মচারি আছে। আমাদের ৪০০টি সার্ভার ও ৯৩ জন কর্মচারি আছে।
উইকিপিডিয়া ওয়েবের ৫ম সাইট এবং ৪২২ মিলিয়ন বিভিন্ন মানুষকে প্রতি মাসে সেবা দান করছে-বিলিয়ন পাতা দেখার মাধ্যমে।
ব্যবসা-বাণিজ্য ঠিক আছে। বিজ্ঞাপনও শত্রু নয়। কিন্তু এগুলোর স্থান এখানে নেই। উইকিপিডিয়ায় নেই।
উইকিপিডিয়া একটি বিশেষ কিছু। এটি একটি লাইব্রেরি কিংবা জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পার্কের মতো।. এটি অনেকটা মস্তিষ্কের উপাসনালয়ের মতো। এটি এমন একটি স্থান, যেখানে আমরা চিন্তা করতে, শিখতে, বা আমাদের জ্ঞানকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে যাই।
যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করি, তখন আমি এটিকে বিজ্ঞাপনী ব্যানার দিয়ে সাজানো একটি মুনাফাভোগী কোম্পানি হিসেবে বানাতে পারতাম, কিন্তু আমি ব্যতিক্রম কিছু করার কথা ভেবেছিলাম। এটিকে ছোট কিন্তু দৃঢ় রাখতে আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি এইটিকে দৃঢ় ও সচেষ্ঠ রাখতে। আমরা আমাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ করি এবং অবশিষ্ট অন্যের জন্য ছেড়ে রাখি।
যদি সকল পাঠক ৫ ডলার করে অনুদান করেন, তাহলে আমাদের প্রতি বছরে একবার তহবিল গড়ার জন্য আবেদন করতে হবে। কিন্তু প্রতিজন অনুদান দিতে পারেন না বা দেন না। এবং ইহা সঠিক। প্রতি বছর কেবল মাত্র কিছু মানুষ অনুদান দেবার সিদ্ধান্ত নেন।
এবছর, তাই অনুগ্রহ করে $৫, €১০, ¥১০০০, বা যতটুকু আপনি পারেন, উইকিপিডিয়াকে টিকিয়ে ও বাঁচিয়ে রাখতে অনুদান দিন।
ধন্যবাদান্তে,
জিমি ওয়েলস
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা